লৌহজংয়ে জেলে-পুলিশের গোলাগুলি, পুলিশের সি-বোটচালক গুলিবিদ্ধ
মুক্ত অনলাইন ডেস্ক
মা ইলিশ ধরা জেলেদের সাথে নৌ পুলিশের গোলাগুলি হয়েছে। এ ঘটনায় পুলিশের সি–বোটচালক আল আমিন জেলেদের ছোড়া গুলিতে আহত হয়েছেন। মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মায় আজ মঙ্গলবার সকালে ওই ঘটনা ঘটেছে।
গুলিবিদ্ধ বোট–চালক আল আমিনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নৌ পুলিশ ফাঁড়ির ওসি আরমান হোসেন জানান, মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির একটি টিম মঙ্গলবার সকালে এএসআই শরিফুল ইসলামের নেতৃত্বে পদ্মা নদীতে নিয়মিত টহলে যায়। পুলিশের সি–বোটটি সকাল সোয়া ৮টার দিকে লৌহজংয়ে গাওয়াদিয়া ইউনিয়নের শামুরবাড়ি–চান্দের চর এলাকার পদ্মা নদীতে পৌঁছে দেখতে পায়, সেখানে ২–৩টি সি–বোট দিয়ে জেলেরা পদ্মায় মা ইলিশ ধরছে।
এ সময় পুলিশ তাদের সি–বোটের কাছে গেলে পুলিশের ওপর বেপরোয়াভাবে ইট–পাটকেল নিক্ষেপ করতে শুরু করে জেলেরা। এবং সি–বোট দিয়ে পুলিশকে ঘিরে ফেলে। এ সময় আত্মরক্ষায় পুলিশ এক রাউন্ড শটগানের গুলি ছোড়ে। এতে ক্ষিপ্ত হয়ে জেলে নৌকা থেকে পুলিশের সি–বোট লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে জেলেরা। জেলেদের ছোড়া গুলি পুলিশের সি–বোটচালক আল–আমিনের ডান পায়ে লাগে। এ সময় জেলেরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়।
আহত সি–বোটচালককে প্রথমে শ্রীনগর উপজেলার ষোলঘর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
তবে সে শঙ্কামুক্ত বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে লৌহজং থানায় মামলার প্রস্তুতি চলছে।
মুক্ত প্রভাত/রাশিদুল