সাঘাটায় সুজনের নির্বাচন ভাবনা শীর্ষক সভা

0

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

সুজন-সুশাসনের জন্য নাগরিক সাঘাটা উপজেলার শাখার উদ্যোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ভাবনা ও আমাদের করনীয় শীর্ষক এক মত বিনিময় সভা গত মঙ্গলবার বিকালে বোনারপাড়া কিন্ডার গার্টেন (কেজি) স্কুল হল রুমে অনুষ্ঠিত হয়েছে। এতে সুজন’র কেন্দ্রীয় সমম্বয়কারী দিলিপ কুমার সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিাাত ছিলেন।

সুজনের সাঘাটা উপজেলা সভাপতি অধ্যক্ষ নওয়াব আলী সাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক শাহ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সুজনের রংপুর অঞ্চলের সমম্বয়কারী রাজেস দে, সুজন ফুলছড়ি উপজেলা সভাপতি শামছুজোহা বাবলু, সুজনের সদস্য গোলজার রহমান, যোগেস্বর বর্মন, মুক্তিযোদ্ধা উপজেলা ডেপুটি কমান্ডার আজাহার আলী, প্রভাষক কিবরিয়া, মোশারফ হোসেন, মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক প্রমূখ। সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ অবাধ, নিরপেক্ষ ও সকলের অংশগ্রহন মূলক নির্বাচন নিশ্চিত করতে করনীয় বিভিন্ন দিক তুলে ধরেন।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.