দুই বাসের প্রতিযোগিতায় একটি খাদে, নিহত ২

0

মুক্ত অনলাইন ডেস্ক

দুইটি যাত্রীবাহি বাস প্রতিযোগিতা করতে গিয়ে একটি বাস খাদে পরে। এঘটনায় নিহত হন দুইজন। আহত হয়েছেন ২৫জন যাত্রী।

মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার খেজমতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রাতেই পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- খয়বর আলী ও সুকুমার রায়। তারা দুইজনই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র জানান, ঢাকা-রংপুর মহাসড়কে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইউনাইটেড পরিবহনের একটি যাত্রীবাহী বাস লালমনিরহাট বুড়িমারি থেকে ছেড়ে আসা ঢাকাগামী অপরএকটি বাসের মধ্যে প্রতিযোগিতা চলছিল। একপর্যায়ে একটি বাস ওভারটেক করতে গিয়ে পিছনের অংশ অপর বাসে লেগে ধাক্কা খায়।

এতে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখন বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইউনাইটেড পরিবহনের দুই যাত্রী নিহত হন। এ ঘটনায় আরও প্রায় ২৫ জন আহত হয়েছেন এবং আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা হাসপাতাল ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.