পেট্রোল বোমার মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা মনিরুল কারাগারে
মুক্ত অনলাইন ডেস্ক
দুর্বৃত্তদের পেট্রোল বোমায় বাসের ৮ যাত্রী নিহতের মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরীর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত। কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম সামছুল আলম বুধবার এ আদেশ দেন।
এর আগে কুমিল্লার চৌদ্দগ্রামে ওই ঘটনা ঘটেছিল। মনিরুল হক চৌধুরীর আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সাদাত জানান, এ মামলায় চলতি বছরের ১১ ফেব্রুয়ারি মনিরুল হক হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন।
ওই আবেদনের প্রেক্ষিতে ৭ মার্চের মধ্যে কুমিল্লা জেলা জজ আদালতে হাজির হওয়ার আদেশ দেন হাইকোর্ট। তিনি ওই তারিখের ৬দিন আগে জেলা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তার অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ হয় এবং ওই দিন স্থায়ী জামিনের আবেদন করলে ৩১ মে ওই আবেদনের শুনানির দিন ধার্য করেন আদালত। ওই তারিখে জামিনের শুনানি পিছিয়ে ২৪ অক্টোবর তারিখ ধার্য করা হয়। আজ বুধবার তিনি আদালতে হাজির হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।
তিনি আরও জানান, এ মামলার এজাহারে তার নাম নেই, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগও নেই কিংবা গ্রেপ্তারকৃত আসামিদের কেউ ১৬৪ ধারার জবানবন্দিতে তার নাম বলেনি। আমরা সহসাই উচ্চ আদালতে তার জামিন চাইব, আশা করি ন্যায় বিচার পাব। মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন আদালতের পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন।
উল্লেখ্য, বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোর রাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আইকন পরিবহনের একটি নৈশ কোচ চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ওই বাসের ৮ যাত্রী নিহত হন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মামলা হয়।
মুক্ত প্রভাত/রাশিদুল