বাংলাদেশের দরকার ২৪৭

0

মুক্ত অনলাইন ডেস্ক

দ্বিতীয় ওয়ানডেতে জয়ের জন্য বাংলাদেশকে ২৪৭ রানের লক্ষ্য ছূঁড়ে দিয়েছে জিম্বাবুয়ে। টস হেরে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে নির্ধারিত ওভার শেষে সাত উইকেট হারিয়ে ২৪৬ রান করতে সক্ষম হয়।

ঢাকায় সিরিজের প্রথম ম্যাচ জিতেছে বাংলাদেশ। তাই আজ জিতলেই তিন ম্যাচ সিরিজ এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে জিতে নেবে মাশরাফিরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার দুপুরে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা।

শুরুতে বোলিংয়ে নেমে দলীয় ১৮ রানে হ্যামিল্টন মাসাকাদজাকে (১৪) আউট করে শুভ সূচনার আভাস দিচ্ছিলেন সাইফ উদ্দিন। সেই সাইফই বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নেন।  দ্বিতীয় উইকেট জুটিতে অবশ্য ঘুরে দাঁড়াতে সক্ষম হয় জিম্বাবুয়ে। এই জুটিতে ৫৪ রান করেন জুয়াও-টেলর। এরপর দলীয় ৭২ রানে কেপহাস জুয়াওকে (২০) নিজের প্রথম শিকারে পরিণত করেন মিরাজ।

জুয়াও আউট হওয়ার পর টেলরের সঙ্গী হন সিন উইলিয়ামস। দলীয় ১৪৭ রানে মাহমুদউল্লাহর বলে টেলর আউট হওয়ার আগে তারা যোগ করেন ৭৫ রান। আউট হওয়ার আগে ৭৩ বল থেকে ৯টি চার ও একটি ছক্কার মারে ইনিংস সর্বোচ্চ ৭৫ রান করেন টেলর।

আর চতুর্থ ব্যাটসম্যান হিসেবে দলীয় ১৮৮ রানে আউট হন উইলিয়ামস। দু’জন সেট ব্যাটসম্যান আউট হওয়ার পর জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা ততোটা মারমুখি ব্যাট করতে পারেনি। এক রানের জন্য হাফসেঞ্চুরি বঞ্চিত সিকান্দার রাজা ছাড়া বাকিদের কেউ উল্লেখযোগ্য স্কোরও গড়তে পারেননি। তাই শেষ পর্যন্ত ২৪৬ রানে থামতে হয়েছে জিম্বাবুয়েকে।

৪৫ রান খরচায় সাইফ উদ্দিন নেন তিন উইকেট। প্রথম ম্যাচে ইমরুলের সঙ্গে ১২৭ রানের জুটি গড়া সাইফ করেছিলেন হাফসেঞ্চুরি। এবার জ্বলে ওঠলেন বল হাতে।  তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জিম্বাবুয়েকে ২৮ রানে হারিয়েছে বাংলাদেশ। তাই এই ম্যাচ জিতলে আজই সিরিজ নিশ্চিত হয়ে যাবে মাশরাফিদের। অপরদিকে সিরিজে টিকে থাকতে হলে জিম্বাবুয়েকে অবশ্যই জিততে হবে এই ম্যাচে। -সূত্র ইত্তেফাক

মুক্ত প্রভাত/রাশিদুল

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.