কিউএস র‍্যাংকিংয়ে সেরা ঢাকা বিশ্ববিদ্যালয়

0

অারাফাত হোসাইন অভি

বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ের বিশ্ব-স্বীকৃত তিনটি তালিকার অন্যতম একটি কিউএস ইউনিভার্সিটি র‌্যাংকিং। প্রতিবছর মোট ১১টি আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে সারা পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাংকিং প্রকাশ করে থাকে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান কোয়াককোয়ারেল সাইমন্ডস (কিউএস)।

প্রতি বছরের ন্যায় এবারও এই প্রতিষ্ঠানটি এশিয়ার সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। এতে স্থান পেয়েছে বাংলাদেশের ৬টি বিশ্ববিদ্যালয়।

বুধবার তাদের ওয়েবসাইটে ২০১৯ সালের এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে এই র‌্যাংকিং প্রকাশ করা হয়।

এতে দেশের সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে প্রথম স্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এ বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১২৭তম। ১৭৫তম অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

এরপর ব্রাক ইউনিভার্সিটি, নর্থ-সাউথ ইউনিভার্সিটি এবং ইউনাইটেউ ইন্টান্যাশনাল ইউনিভার্সিটি ৩০১ থেকে ৩৫০ স্থানে অব্স্থান করছে। এছাড়া ড্যাফোডিল ইউনিভার্সিটি এই র‌্যাংকিংয়ে ৪৫১ থেকে ৫০০ এর মধ্যে রয়েছে।

এশিয়ার সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের ১১১টিরই অবস্থান চীনে। এই তালিকায় টপ টেনে রয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর, ইউনিভার্সিটি অব হংকং, নানিয়াং টেকনোলজিকাল ইউনিভার্সিটি, সিঙ্গাপুর, চীনের সিনহুয়া ইউনিভার্সিটি, পেকিং ইউনিভার্সিটি, ফুদান ইউনিভার্সিটি, হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কোরিয়ান অ্যাডভান্স ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং ও সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি।

যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান কোয়াককোয়ারেল সাইমন্ডস (কিউএস) প্রতিবছর প্রাতিষ্ঠানিক সাফল্য, কর্মকর্তা-কর্মচারীদের সাফল্য, শিক্ষক ও শিক্ষার্থীদের সাফল্য, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক, গবেষণা প্রবন্ধের সাইটেশন, পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক-কর্মকর্তাদের সংখ্যা, আন্তর্জাতিক শিক্ষক ও শিক্ষার্থীদের অনুপাত, আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থী বিনিময়ের হারসহ মোট ১১টি মানদণ্ডের ভিত্তিতে সারা পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাংকিং প্রকাশ করে থাকে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.