২৫৬ কর্মকর্তার উপসচিব পদে পদোন্নতি

0

মুক্ত অনলাইন ডেস্ক

আবারো ২৫৬ কর্মকর্তার পদোন্নতি হয়েছে। সংসদ নির্বাচনের আগে জনপ্রশাসনের জ্যেষ্ঠ সহকারী সচিব ও সমমর্যাদার  এসব কর্মকর্তাকে উপসচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।

বুধবার মধ্যরাতে এ আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, উপসচিবের স্থায়ী পদ আছে সাড়ে আটশর মত। এই পদে নতুন করে পদোন্নতি দেওয়া উপসচিবের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৮৫৯ জনে। এর আগে গত ২০ ফেব্রুয়া‌রি ৪২৪ জন কর্মকর্তাকে উপসচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়।

এ ছাড়াও ২৯ অগাস্ট ১৫৪ জনকে অতিরিক্ত সচিব এবং ২০ সেপ্টেম্বর ১৫৪ জনকে যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতি দেয় সরকার।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.