চীনা মন্ত্রী আসছেন আজ
মুক্ত অনলাইন ডেস্ক
আজ বৃহস্পতিবার ঢাকায় আসছেন চীনের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ও পার্টি কমিটির সম্পাদক ঝাও কেঝি। তিনি বাংলাদেশে আসছেন নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা করতে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, তিন দিনের সফরে তিনি দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করবেন। সূত্র আরো জানায়, বাংলাদেশে সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করবেন চীনা মন্ত্রী কেঝি।
এছাড়াও তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। কূটনৈতিক সূত্র জানায়, চলতি বছরের চীনের শীর্ষ পর্যায়ের নেতার এটাই প্রথম বাংলাদেশ সফর।
মুক্ত প্রভাত/রাশিদুল