নিখোঁজের পর তারাশে পাওয়া গেল কৃষকের লাশ

0

মুক্ত অনলাইন ডেস্ক

ভুট্ট (৪৯) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সাচানদীঘি গ্রামের পশ্চিম মাঠের কৃষি জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র ও ভুট্টর স্বজনরা জানান, উপজেলার বারুহাস ইউনিয়নের সাচানদীঘি গ্রামের মৃত একাব্বর আলীর ছেলে কৃষক ভুট্ট বুধবার বিকেলে নিখোঁজ হন।

রাতে পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও তাকে পায়নি। বৃহস্পতিবার সকালে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়।

তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.