বাস চালককে দন্ড দেওয়ায় পরিবহন ধর্মঘট
মুক্ত অনলাইন ডেস্ক
বাস চালককে ৩ মাসের কারাদণ্ড দেয়ার প্রতিবাদে রাঙ্গামাটি-চট্টগ্রাম, খাগড়াছড়ি সড়কসহ সকল অভ্যন্তরীণ সড়কে সকাল সন্ধ্যা সড়ক পরিবহন ধর্মঘট চলছে। চট্টগ্রামের হাটহাজারীতে ওই দন্ড দেওয়ায় এই ধর্মঘটের ডাক দেওয়া হয়।
বুধবার রাতে প্রতিবাদ সমাবেশ থেকে পরিবহন শ্রমিক নেতারা এই ধর্মঘটের ডাক দেন। ধর্মঘটের ফলে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের দূরপাল্লার সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকায় শত শত যাত্রী দুর্ভোগে পড়েছে। এছাড়া রাঙ্গামাটি-চট্টগ্রাম, রাঙ্গামাটি-খাগড়াছড়ি, রাঙ্গামাটি-কাপ্তাই সকল অভ্যন্তরীণ রুটে সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
তবে শহরে সিএনজি চলাচল স্বাভাবিক থাকায় মানুষের মাঝে কিছুটা স্বস্থি রয়েছে। উল্লেখ্য, গতকাল বুধবার হাটহাজারীতে সংকেত অমান্য করায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. দিদারুল আলম নামে এক বাস চালককে ৩ মাসের কারাদণ্ড দেয়ার প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দেয়া হয়।
মুক্ত প্রভাত/রাশিদুল