তিনি শিক্ষাবান্ধব মেয়র
ছাফওয়ান নাঈম, নোবিপ্রবি প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামি ২৬,২৭ ও ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের জন্য ক্যম্পাসের ভিতরে এবং বাহিরে পরীক্ষার হলের ব্যবস্থা করা হয়েছে।
জানাগেছে- প্রতিবছর সারাদেশ থেকে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা থাকা,খাওয়ার সমস্যাসহ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখিন হয়ে থাকে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সাধ্যমত সহযোগিতার চেষ্টা করলেও অধিকাংশই বিপাকে পড়ে যান।
এবার এ সমস্ত সমস্যার সমাধানে স্বতস্ফূর্তভাবে এগিয়ে আসছে পুরো নোয়াখালীবাসী। বিশ্ববিদ্যালয় প্রশাসন, সাধারণ শিক্ষার্থী ও নোয়াখালীর সর্বস্তরের সাধারণ মানুষসহ বিশেষ করে এগিয়ে এসেছেন নোয়াখালি-৪ আসনের কর্ণধার একরামুল করিম চৌধুরী এমপি এবং নোয়াখালীর মেয়র শহীদুল্লাহ খান সোহেল।
নগদ চৌধুরী নামে খ্যাত নোয়াখালী-৪ আসনের এমপি শিক্ষার্থীরা যাতে মাইজদি/সোনাপুর থেকে ক্যম্পাস/পরীক্ষার হলে অথবা ক্যম্পাস থেকে হলে যেতে পারে সেজন্য ২০টি বাসের ব্যবস্থা করেছেন। শিক্ষার্থীরা সেগুলোতে বিনা ভাড়ায় চড়তে পারবে।
অন্যদিকে নোয়াখালীর মেয়রের তত্ত্বাবধায়নে পৌরসভা কর্তৃক আবাসনসহ প্রাথমিক সহযোগিতার জন্য গৃহীত পদক্ষেপ বাস্তবায়নের লক্ষ্যে ৯টি কর্মসূচি গ্রহন করা হয়েছে। এছাড়াও পরীক্ষাকে কেন্দ্র করে অটো, সিএনজির চালকরা যাতে ভাড়া বেশি নিতে না পারে এবং আবাসিক হোটেলগুলোও ভাড়া বেশি নিতে না পারে সেজন্য কঠোরভাবে নজরদারি রাখা হবে। সব মিলিয়ে আগামী তিন দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকেরা এক অন্যরকম নোয়াখালীকে দেখবে।
উল্লেখ্য, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ৫২ জন ভর্তিচ্ছু। এ বছর ৬ টি ইউনিটের মোট ১৩৪০ টি আসনের বিপরীতে ৭০২৯৮ টি আবেদন অনলাইনে জমা পড়েছে ।এই শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটে ২৩৯৩২, ‘বি’ ইউনিটে ২০৯৯৬, ‘সি’ ইউনিটে ৬০৭৬, ‘ডি’ ইউনিটে ১২৭৪১, ‘ই’ ইউনিটে ৩২৩৭ ও ‘এফ’ ইউনিটে ৩৩১৬ জন শিক্ষার্থী আবেদন করেছে।
এবছর ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ অক্টোবর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ অক্টোবর বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত, ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ অক্টোবর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২ টা, ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ অক্টোবর বিকেল ৩টা থেকে ৪টা, ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ অক্টোবর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১১ এবং ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ অক্টোবর বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ৩০ অক্টোবর।
মুক্ত প্রভাত/রাশিদুল