বিচার শুরু জাবালে নূর পরিবহনের মালিকসহ ৬ জনের
মুক্ত অনলাইন ডেস্ক
রাজধানীর বিমানবন্দর সড়কে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় ঘাতক জাবালে নূর পরিবহনের মালিক ও চালকসহ ছয়জনের বিচার শুরু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েস আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কাজ শুরুর আদেশ দেন।
একইসঙ্গে ১ নভেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন। শুনানিতে কারাগারে থাকা ঘাতক বাস দুটির মধ্যে একটির মালিক মো. শাহাদাত হোসেন আকন্দ, চালক মাসুম বিল্লাহ, হেলপার মো. এনায়েত হোসেন ও আরেক বাসচালক মো. জোবায়ের সুমনকে আদালতে হাজির করা হয়। আদালতে চার আসামি অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন।
বিচারক ওই আবেদন নাকচ করে দণ্ডবিধির ৩০৪/২৭৯/৩৪ ধারায় অভিযোগ গঠন করেন। তবে আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানোর পর নিজেদের নির্দোষ দাবি করেন তারা। ঘাতক অপর বাসের মালিক মো. জাহাঙ্গীর আলম ও হেলপার মো. আসাদ কাজী ঘটনার পর থেকে পলাতক।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী অতিরিক্ত পিপি তাপস কুমার পাল বলেন, চার্জশিটে উল্লেখিত মামলার তদন্ত কর্মকর্তার মতে এটি দুর্ঘটনা। দুর্ঘটনা ইচ্ছাকৃত হয় না।
ঘাতক চালক আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে স্বেচ্ছায় চাপা দেওয়ার কথা বললেও এটি পূর্বপরিকল্পিত নয়। তাই আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৪ ধারায় চার্জশিট দাখিল করা হয়েছে। অভিযুক্ত করা হয়েছে।
গত ২৯ জুলাই দুই বাসের রেষারেষিতে চাকার নিচে পিষ্ট হয়ে মারা যায় আবদুল করিম রাজীব (১৭) ও দিয়া খানম মিম (১৬)। আহত হয় ১৫-২০ জন শিক্ষার্থী। এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় মিমের বাবা জাহাঙ্গীর আলম মামলাটি করেন।
মুক্ত প্রভাত/রাশিদুল