নিজেদের দ্বন্দ্বে ছাত্রলীগ-ই কাটলো ছাত্র লীগের হাতের রগ

0

মুক্ত অনলাইন ডেস্ক

পূর্ব শত্রুতার জেরে ছাত্রলীগ নেতা কামরুল হোসেন (২২) নামের এক ছাত্রলীগ নেতার হাতের রগ কেটে দিলেন আরেক ছাত্রলীগ নেতা। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঘটেছে ওই ঘটনা।

বৃহস্পতিবার রাতে উপজেলার সিংগারবিল বাজারে এ ঘটনা ঘটে। আহত কামরুল উপজেলা ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক। তাকে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ছাত্রলীগ নেতা আসিফের সঙ্গে কামরুলের পূর্ব বিরোধ ছিল। বিরোধের জেরে বুধবার কামরুল ও তার লোকজন আসিফকে মারধর করে। পরে বৃহস্পতিবার রাত ৮টার দিকে কামরুলকে সিংগারবিল বাজারে একা পেয়ে আসিফ ও তার সমর্থকরা হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে হাতের রগ কেটে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ঢাকা প্রেরণ করেন।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহদাত হোসেন শোভন বলেন, আসিফের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নবীর হোসেন বলেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.