সড়ক সংস্কারের সময় রোলারের নিচে পড়ে শ্রমিকের মৃত্যু

0

মুক্ত অনলাইন ডেস্ক

দুপচাঁচিয়ার চৌমুহনীর বাবুর বাগান নামকস্থানে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রোলারের নিচে পড়ে রহিম বাদশা (৫২) নামের এক শ্রমিক মারা গেছেন। নিহত রহিম আদমদীঘির শিবপুর গ্রামের শামসুল আকন্দের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া-নওগাঁ সড়কে মেরামতের কাজ চলছে। ঘটনাস্থলে রোলার দিয়ে সড়কে কাজ চলছিল। রহিম বাদশা নামের শ্রমিক রোলারের সামনের চাকায় পানি দেওয়ার সময় পা পিছলে পড়ে যায়। সঙ্গে সঙ্গে চলন্ত রোলারের চাকায় তিনি পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর রোলারের চালক পালিয়ে যায়। দুপচাঁচিয়া থানার পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরই পুলিশ পাঠানো হয়েছিল। নিহতের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.