সাঘাটায় আ’লীগের মনোনয়ন প্রত্যাশীর মতবিনিমিয়

1

সাঘাটা (গাইবান্ধা) সংবাদদাতা

সাঘাটায় সাংবাদিকদের সাথে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী মাহাবুবুর রহমান নিটলের মতবিনিময় করেছেন। আজ শুক্রবার বিকেলে সাঘাটা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় আওয়ামীলীগ নেতা মাহাবুবুর রহমান নিটল শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সাংবাদিকদের সামনে তুলে ধরে বলেন- উন্নত, সমৃদ্ধশালী এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার বিকল্প একমাত্র শেখ হাসিনা।

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান। প্রেসক্লাব সভাপতি জয়নুল আবেদীন, উপদেষ্টা সদস্য আফতাব হোসেন, সাধারণ সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক জাকিরুল ইসলাম, সাংবাদিক জাকির হোসেন লিটন, আনোয়ার হোসেন, নুর হোসেন রেইন, আব্দুল মাজেদ মাজু, মোস্তাফিজুর রহমান, আব্দুল হাই, মশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে তিনি আ’লীগ সরকারের বিগত সময়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের লিফলেট সাঘাটা বাজারে বিতরন করে জনগনকে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।

মুক্ত প্রভাত/রাশিদুল

1 টি মন্তব্য
  1. Mostafizur বলেছেন