তুরাগে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা
মোঃ ইলিয়াছ মোল্লা
রাজধানীর তুরাগ থানাধীন দলিপাড়া এলাকায় এক গৃহবধু তার স্বামীর সাথে অভিমান করে ১৮ মাসের একটি পুত্র সন্তান রেখে গলায় ফাঁসদিয়ে আত্মহত্যা করেছেন ।
আজ শনিবার ভোরে তুরাগ থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। নিহত ওই গৃহবধুর নাম রোকেয়া আক্তার (২২)। নিহত রোকেয়া ১৮ মাসের একটি শিশু সন্তান ইব্রাহীম খলিল ও স্বামী কামরুজ্জামানকে নিয়ে নিয়ে দলিপাড়া মাদ্রাসার পিছনে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
তুরাগ থানা সুত্রে জানাজায় -শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে নিহত রোকেয়া আক্তারের প্রতিবেশীরা তুরাগ থানায় খবর দিলে রাত সাড়ে ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘরের শিলিং ফ্যান এর সঙ্গে ওড়না দ্বারা গলায় ফাসদেয়া অবস্থায় ওই গৃহবধুর লাশ উদ্ধার করে ।
বাড়ির অন্য ভাড়াটিয়ারা জানান, নিহত রোকেয়া এবং তার স্বামী কামরুজ্জামান গত তিন দিন আগে এই বাসায় উঠেছে । তার স্বামী পেসায় ইলেকট্রিক মিস্ত্রী । শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক প্রজায় মারামারির ঘটনাও ঘটে । রাতেই স্বামী কামরুজ্জামান বাসা থেকে চলে যান ।
পরে রাগ ও ক্ষোভ সইতে না পেরে ওই গৃহবধু আত্মহত্যা করেন। এ ব্যাপারে তুরাগ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরর করা হয়েছে ।
মুক্ত প্রভাত/রাশিদুল