ভারতীয় ১২টি গরু আটক

0

মুক্ত অনলাইন ডেস্ক

হাট সংলগ্ন বাড়ি থেকে ১২টি ভারতীয় গরু আটক করেছে বাগভান্ডার ক্যাম্পের বিজিবি সদস্যরা। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে  আটকের ঘটনাটি ঘটেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে আজ শনিবার সকালে ভূরুঙ্গামারী হাট সংলগ্ন আমির আলীর ছেলে মফিজুলের বাড়ি থেকে ৩টি এবং আ. রাজ্জাকের পুত্র বাবুর বাড়ি থেকে ৯টি ভারতীয় গরু আটক করা হয়েছে। বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার শহিদুল ইসলাম শহিদ জানান, গরুগুলো ভূরুঙ্গামারী হাটে বিক্রির জন্য সেখানে রাখা হয়েছিল।

গোপন সূত্রে খবর পেয়ে সেগুলো আটক করা হয়। অপরদিকে গরু ব্যবসায়ী আমিনুর রহমান বাবু অভিযোগ করেন গরুগুলো তার ক্রয় করা।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.