শাহবাগে অবরোধ, চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবি

0

মুক্ত অনলাইন ডেস্ক

৩৫ বছর সরকারি চাকরিতে আবেদনের বয়স করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে চাকরি প্রার্থীরা।

আজ শনিবার দুপুর ১২টার পর তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এর আগে বেলা সাড়ে ১১টা থেকে জাতীয় জাদুঘরের সামনে পূর্বঘোষিত সমাবেশ শুরু হওয়ার কথা ছিল সাধারণ ছাত্র পরিষদের।

কিন্তু জাতীয় জাদুঘরে চীনের স্বরাষ্ট্রমন্ত্রীর আসায় দুপুর সোয়া ১২টায় তাদের কর্মসূচি শুরু হয়। এদিকে এই অবরোধের কারণে ওই পথ দিয়ে চলাচল করা যানবাহন আটকা পড়েছে।

ফলে শাহবাগ, ফার্মগেট, পল্টন, সায়েন্সল্যাব, টিএসসি এসব সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।-সূত্র ইত্তেফাক

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.