সন্তানদের যোগ্য করে গড়ে তুলতে হবে

0

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি

কন্যা শিশু বোঝা নয়, তাদের সম্পদে পরিনত করতে হবে। ছেলে এবং মেয়ে উভয়কে সমান গুরুত্ব দেওয়া উচিত। আজকের ছেলে-মেয়েরাই সু-শিক্ষার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠে আগামী দিনে একটি সুখি-সমৃদ্ধশালী বাংলাদেশ গড়বে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, লাখো শহীদের রক্তে অর্জিত স্বাধীনতার সুফল লাভ করতে হলে আমাদের সন্তানদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শনিবার লামা হলি চাইল্ড পাবলিক স্কুলের ২০১৮ শিক্ষা বর্ষে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বান্দরবানের লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ-জান্নাত রুমি এসব কথা বলেছেন।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ তানফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা তপন চৌধুরী, লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু তৈয়ব, লামা প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়–য়া, লামা পৌরসভার প্যানেল মেয়র-১ মোহাম্মদ হোসেন বাদশা, ১নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর সাকেরা বেগম। অন্যানের মধ্যে বিদ্যালয়ের পরিচালক মোঃ জসিম উদ্দিন, এম. ফরহাদ হোসেন, মোঃ তানবীরুল ইসলাম এবং এস.এম আবু তাহের উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ২০১৮ শিক্ষাবর্ষের সকল পিএসসি এবং জেএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা আবু তৈয়ব। উল্লেখ্য, এ দিন সকালে বিদ্যালয়ে কোরান খতম এবং মন্দির ও বৌদ্ধ বিহারে পরীক্ষার্থীদের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.