রাবি সেন্ট্রাল এ্যালামনাই এসোসিয়েশনের প্রীতি সম্মেলণ অনুষ্ঠিত
মুক্ত অনলাইন ডেস্ক
রাজশাহী ইউনিভার্সিটি সেন্ট্রাল এ্যালামনাই এসোসিয়েশনের উদ্দোগে রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে বার্ষিক সাধারণ সভা, নতুন কমিটির অভিষেক ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল দশটার দিকে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু হয়।
রাকসু’র সাবেক ভিপি রাজশাহী ইউনিভার্সিটি সেন্টাল এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি এ্যাড. নুরুল ইসলাম ঠান্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। এসময় উপস্থিত ছিলেন- আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রালয়ের সচিব আবু সালেহ মোহাম্মদ জহিরুল হক, সমাজকল্যাণ মন্ত্রালয়ের সচিব মো. জিল্লার রহমান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন- রাকসুর সাবেক জিএফ জাহাঙ্গির কবির রানা, রাকসুর সাবেক ভিপি বায়েজিদ আহম্মেদ, এটিএন বাংলার প্রধান উপদেষ্টা মো. শামসুল হুদা, সাবেক সচিব সমর পাল, রাকসুর সাবেক ভিপি মীর শওকত আলী বাদশা এমপি প্রমূখ।
অনুষ্ঠানে প্রথম পর্বে বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটির অভিষেক এবং দ্বিতীয় পর্বে প্রীতি সম্মেলণ স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মুক্ত প্রভাত/রাশিদুল