সিলেটে বাংলাদেশ দল

0

মুক্ত অনলাইন ডেস্ক

জিম্বাবুয়েকে ৩-০ তে হোয়াইটওয়াশ করেছে মাশরাফি বিন মুর্তজার দল। ওয়ানডে সিরিজে দুই দলের মাঝে ব্যবধানটা স্পষ্ট করে দিয়েছে বাংলাদেশ। জয়ের আনন্দে ফুরফুরে মেজাজে থাকা বাংলাদেশ দল গতকালই চট্টগ্রাম ছেড়েছে।

দুপুরের আগেই চট্টগ্রাম থেকে সিলেটে পৌঁছেছেন টাইগাররা। পূণ্যভূমি সিলেটে আগামী ৩ নভেম্বর সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ।

সফল মিশন শেষে ওয়ানডে অধিনায়ক মাশরাফি ফিরেছেন ঢাকায়। চোট নিয়ে ওয়ানডে সিরিজ খেলেছেন তিনি। খুব দ্রুত আঙুল, কুঁচকির ইনজুরির চিকিৎসা শুরু করার কথা মাশরাফির। গতকাল টেস্ট দলের অনেক ক্রিকেটারই গিয়েছেন সিলেটে।

মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদরা সিলেটে এসেছেন। তাদের সঙ্গে হেড কোচ স্টিভ রোডস, বোলিং কোচ কোর্টনি ওয়ালশও এসেছেন চায়ের দেশে। বাকিরা আজ সকালে যাবেন।

আজ থেকেই সিলেটে অনুশীলন করার কথা বাংলাদেশ দলের। এদিকে প্রস্তুতি ম্যাচ খেলতে চট্টগ্রামে রয়ে গেছে সফরকারী জিম্বাবুয়ে দল। আগামীকাল থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবি একাদশের বিরুদ্ধে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নামবেন মাসাকাদজা-টেইলররা।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.