টেবিলের শীর্ষে লিভারপুল, কার্ডিফ সিটির হার
মুক্ত অনলাইন ডেস্ক
কার্ডিফ সিটিকে উড়িয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে লিভারপুল। মোহামেদ সালাহ ও সাদিও মানের দুর্দান্ত নৈপুণ্যে ঘরের মাঠ অ্যানফিল্ডে ৪-১ ব্যবধানে জয় পেয়েছেন ইয়র্গেন ক্লপের শিষ্যরা।
দলের পক্ষে সাদিও মানে দুটি এবং মোহামেদ সালাহ ও জারদান শাকিরি একটি করে গোল করেছেন। ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকে তারা।
ফলে মাত্র ১০ মিনিটেই লিড পায়। প্রতিপক্ষের ডিফেন্ডারদের ভুলে বল পেয়ে গোলটি করেন মিশরীয় কিং সালাহ। বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায় স্বাগতিকরা।
৬৬ মিনিটে এক জোড়ালো শটে দলের ব্যবধান বাড়ান সেনেগাল স্ট্রাইকার মানে। ৭৭ মিনিটে কার্ডিফের কালাম প্যাটারসন একটি গোল শোধ দেন।
৮৪ মিনিটে ও ৮৭ মিনিটে আরো দুটি গোলের দেখা পায় লিভারপুল। লিগে ১০ ম্যাচে ৮ জয় ও ২ ড্র’য়ে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে লিভারপুল। ২৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ৯ ম্যাচ খেলা ম্যানচেস্টার সিটি।-সূত্র ইত্তেফাক
মুক্ত প্রভাত/রাশিদুল