প্রাইভেটকার খাদে পড়ে রাজশাহীতে দুই প্রাণহানী
মুক্ত অনলাইন ডেস্ক
একটি প্রাইভেটকার খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল নয়টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কে রাজশাহীর পুঠিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামো নিমগাছী গ্রামের নিয়ামত আলী (৫৪) ও বগুড়া জেলার আদমদিঘী উপজেলার নসরতপুর গ্রামের আব্দুল মান্নান সর্দার (৫৮)।
পুলিশ জানিয়েছে, প্রাইভেটকারটি রাজশাহী থেকে নাটোরের দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে প্রাইভেটকারটি রাস্তার পাশে একটি খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই চালক ও এক আরোহী নিহত হন।
মুক্ত প্রভাত/রাশিদুল