মাদক সেবনে বাধা দেয়ায় বাবা-মেয়েকে মারপিট

0

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

বড়াইগ্রামের কুমরুল গ্রামে মাদক সেবনে বাধা দেয়ায় তরুণী ও তার বাবা-মাকে পিটিয়ে জখম করার প্রতিবাদে এবং অবিলম্বে অভিযুক্তদের আটকের দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

আজ রোববার কুমরুল মোল্লার মোড়ে আয়োজিত মানববন্ধনে কুমরুল সমাজ উন্নয়ন যুব সংঘের সভাপতি তাইজুল ইসলাম, স্কুল শিক্ষক অনীল চন্দ্র সরকার, সাবেক সেনা সদস্য লিয়াকত আলী, সমাজসেবক তাজেম মোল্লা, কায়েস উদ্দিন ও ইমাজউদ্দিন মন্ডল বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, উপজেলার কালিকাপুর গ্রামের মখলেছুর রহমানের ছেলে মাদক বিক্রেতা মোঃ ইউনুস ও তার বন্ধু মামুন, হারোয়া গ্রামের মুক্তার ও মিলনের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। গত ২১ অক্টোবর তারা বাড়ির পাশে বসে প্রকাশ্যে মাদকসেবন করতে বাধা দেয়ায় তারা কুমরুল গ্রামের ছলেমান খলিফা, তার মেয়ে শেফালী খাতুন ও স্ত্রী জুলেখা বেগমকে এলোপাথাড়ি পিটিয়ে আহত করে।

বর্তমানে তারা বড়াইগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বক্তারা অবিলম্বে অভিযুক্তদের আটকের দাবী জানান, অন্যথায় আগামীতে আরো কঠোর আন্দোলনের হুমকি দেন।

এ ব্যাপারে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক মাহবুবুর রহমান লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে জানান, এ ঘটনায় দোষীদের আটকের চেষ্টা চলছে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.