পাশের জন্য নয় জ্ঞান অর্জনের জন্য শিক্ষা
লালপুর (নাটোর) সংবাদদাতা
‘পাশের জন্য নয় প্রকৃত জ্ঞান অর্জনের জন্য শিক্ষা গ্রহণ করতে হবে। একটি শিক্ষিত জাতি তৈরী করতে একজন ভালো মায়ের কোন বিকল্প নেই।’ নাটোর-১ আসনের এমপি আবুল কালাম আজাদ এসব কথা বলেছেন।
তিনি বলেন, ‘বর্তমান সরকারের অধিনে শিক্ষাসহ প্রত্যেকটি ক্ষেত্রে দেশের মেয়েরা এগিয়ে যাচ্ছে। দেশের এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যহত রাখতে আগামী একাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে।’
আজ রোববার (২৮ অক্টোবর) সকালে নাটোরের লালপুর উপজেলার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও লালপুর থানা আ.লীগের সভাপতি আফতাব হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মূল বানীন দ্যুতি, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম আসাদুরজামান, লালপুর থানা আ.লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী, নাটোর জেলা আ.লীগের সদস্য উপাধক্ষ্য বাবুল আক্তার, আ.লীগ নেতা ফিরোজ আল হক ভুঁইয়া প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধিজন উপস্থিত ছিলেন।
মুক্ত প্রভাত/রাশিদুল