আ’লীগ অফিসে পেট্টোল বোমা নিক্ষেপ

0

মুক্ত অনলাইন ডেস্ক

আওয়ামী লীগ অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। খাগড়াছড়ির মানিকছড়িতে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনায় আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপির ৯ নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় বিএনপির দুই কর্মীকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত ৭টার দিকে উপজেলা সদরের আমতলী থেকে ৩/৪টি মোটরসাইকেলে আসা মুখোশ পড়া দুর্বৃত্তরা উপজেলা আওয়ামী লীগের অফিস লক্ষ্য করে ৩টি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।

এর মধ্যে একটি বোমা বিস্ফোরিত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে ২টি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার করে পুলিশ। মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রশিদ জানান, খবর পেয়েই তারা ঘটনাস্থলে যান।

এ ঘটনায় আওয়ামী লীগের পক্ষ থেকে ৯ বিএনপির নেতাকর্মীর নাম উল্লেখ আরো ২৫/৩০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে। এ মামলায় বিএনপির দুই কর্মীকে আটক করা হয়েছে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.