হাঁস চড়ানো নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশত
মুক্ত অনলাইন ডেস্ক
হাওরে হাঁস চড়ানোকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষে এরশাদ মিয়া (২৭) নামে একজন নিহত হয়েছেন। নিহত এরশাদ ওই গ্রামের একাব্বর মিয়ার ছেলে। আহত হয়েছেন উভয় পক্ষের অর্ধশতাধিক।
আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে দিরাই উপজেলার সেচণী গ্রামের আবুল কালাম ও আমিন আলীর লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আমিন আলীর পক্ষের এরশাদ মিয়া নিহত হন।
জানা যায়, গ্রামের পাশে সরকারি জায়গায় হাঁস চড়ানোকে কেন্দ্র করে আমিন আলী ও আবুল কালামের লোলজনের মধ্যে কয়েকদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে বেলা সাড়ে তিনটার দিকে উভয় পক্ষ দেশিয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে।
নিহতের ঘটনা নিশ্চিত করে দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, ঘটনাস্থলে আছি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হবে।
মুক্ত প্রভাত/রাশিদুল