সিমানা নিয়ে বিরোধে নিকলীতে চাচা খুন

0

মুক্ত অনলাইন ডেস্ক

বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে ভাতিজা জিয়াউল ইসলামের (২৮) শাবলের আঘাতে চাচা অব. সেনা সদস্য শহীদুল্লা (৫৫) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৯টায় কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারুইতলা ইউনিয়নের দক্ষিণ ধারিশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, দক্ষিণ ধারিশ্বর  গ্রামের বাসিন্দা নিহত শহীদুল্লার সাথে তার সহোদর ছোট দুই ভাই সহর আলী ও আহস আলীর সাথে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে বাড়িতে মোরগ যাওয়াকে কেন্দ্র করে ছোট দুই ভাইয়ের সাথে শহীদুল্লার ঝগড়া হয়। এক পর্যায়ে দু’পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে।

এতে আহস আলীর ছেলে জিয়াউল শাবল দিয়ে শহীদুল্লার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শহীদুল্লাকে মৃত ঘোষণা করেন।

নিকলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিকলী থানায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.