ঢাবির ‘মধুর ক্যান্টিন’ নিয়ে এবার সিনেমা

0

অারাফাত হোসাইন অভি

বাংলাদেশে ছাত্র আন্দোলনের কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘মধুর ক্যান্টিন’। এবার ঐতিহ্যবাহী এই স্থানটির নামে তৈরি হচ্ছে চলচ্চিত্র।

ছবিটি নির্মাণ করছেন সাইদুর রহমান সাইদ। এতে মূল চরিত্র মধুসূদন দে অর্থাৎ মধুদার চরিত্রে অভিনয় করছেন নায়ক ওমর সানি, ছবিতে অতিথি চরিত্রে কাজ করছেন মৌসুমী।

পরিচালক সাইদুর রহমান সাইদ বলেন, ‘অনেক দিন ধরেই আমি ছবিটি নির্মাণ করার চেষ্টা করছিলাম। অনেক বেশি পরিকল্পনা নিয়ে কাজটি এগোতে হচ্ছে। এই ছবিতে ১৯৬৬ সাল থেকে ছয় দফা, ১১ দফা আন্দোলনের ইতিহাস থাকবে।

পাশাপাশি সেই সময়ের প্রেম ও ভালোবাসার বিষয়গুলোও উঠে আসবে ছবিতে। গল্পটি ৬৬ সাল থেকে ৭১ সালের ২৬ মার্চ পর্যন্ত গড়াবে। আগামী ৪ তারিখ থেকে আমরা ছবির কাজ শুরু করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে গল্পটা তুলে ধরতে পারি।’

ওমর সানিকে নিয়ে পরিচালক বলেন, ‘মধুদার চরিত্রটা চিন্তা করলেই আমার চোখে ওমর সানির মুখটাই ভেসে ওঠে। তিনি অনেক গুণী একজন শিল্পী। আমি বিশ্বাস করি এই চরিত্রে অনেক ভালো করবেন সানি। এরই মধ্যে চরিত্র নিয়ে অনুশীলন শুরু করেছেন তিনি। আমি মনে করি, একজন শিল্পী যখন একটি চরিত্রের ভেতরে যেতে চান, তখন সে কাজটি আরো ভালো করেন।

মধুর ক্যান্টিন ছবিতে কাজ করা প্রসঙ্গে ওমর সানি বলেন, ‘আমার অভিনয় জীবনের অন্যতম অর্জন হতে যাচ্ছে এই ছবি। আমাকে একটি ঐতিহাসিক চরিত্র, মধুর ক্যান্টিনের মধুদার চরিত্রে কাজ করার জন্য মনোনীত করেছেন শ্রদ্ধেয় ডিরেক্টর সাইদুর রহমান সাইদ সাহেব।

আমি উনার কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আপনারা দোয়া করবেন যেন আমি আমার সর্বোচ্চ মেধা দিয়ে কাজটি করতে পারি, আপনাদের দোয়া ও ভালোবাসায় আজ আমি ওমর সানি এ ছবিটি করার সুযোগ পাচ্ছি। বাংলাদেশের ইতিহাসে মধুর ক্যান্টিন একটা অবিচ্ছেদ্য অংশ। ঐতিহাসিক এই গল্পের একজন হতে পেরে খুব আনন্দিত। আশা করছি, দর্শকরা ইতিহাস নির্ভর একটি সুন্দর গল্পের সিনেমা দেখতে পারবেন।’

মধুর ক্যান্টিন ছবিতে ওমর সানি ও মৌসুমী ছাড়াও আরো অভিনয় করবেন অঞ্জনা । বাকি শিল্পীদের নাম দ্রুতই জানানো হবে বলে জানিয়েছেন পরিচালক।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.