প্রেমিকের বিয়ের খবরে ছাত্রীর আত্মহত্যা
লালমনিরহাট প্রতিনিধি
প্রেমিকের বিয়ের খবর পেয়ে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে স্কুল ছাত্রী রোজিনা খাতুন (১৪) লালমনিরহাট সদর উপজেলায় পঞ্চগ্রাম ইউনিয়নের নয়ারহাট এলাকায় আজ মঙ্গলবার সকালে ওই ঘটনা ঘটে।
নিহত রোজিনা খাতুন ওই আমজাদ হোসেনের মেয়ে। সে নয়ারহাট উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান- স্কুলছাত্রী রোজিনা খাতুনের পাশ্ববর্তি এক ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। কিন্তু মেয়েটির পরিবার প্রেমের বিষয়টি মেনে নেয়নি। সম্প্রতি সেই প্রেমিক অন্য একটি মেয়েকে বিয়ে করায় অভিমান করে সোমবার (২৯ অক্টোবর) রাতে নিজের শয়ন ঘরে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে রোজিনা।
মঙ্গলবার (৩০ অক্টোবর) সকালে কোনো সাড়া-শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয় তার পরিবার। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে, এসময় তার হাত থেকে একটি চিরকুট পাওয়া যায়।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মুক্ত প্রভাত/রাশিদুল