যাত্রীকে লঞ্চ কেবিন দিতে না পাড়ায় হামলা
মুক্ত অনলাইন ডেস্ক
যাত্রীকে লঞ্চ কেবিন দিতে ব্যর্থ হওয়ায় আজিজ হাওলাদার (৫৫) নামে কেবিন বুকিং ইনচার্জের ওপর হামলার ঘটনা ঘটেছে। পটুয়াখালী-ঢাকা নৌরুটে চলাচলকারী একটি লঞ্চে সোমবার বিকালে তার ওপর হামলা চালায় অজ্ঞাত ২০-৩০ জন যুবক।
আহত আজিজ হাওলাদার ঢাকা-পটুয়াখালী নৌরুটের প্রিন্স আওলাদ-৭ ও প্রিন্স রাসেলের কেবিন বুকিং ইনচার্জ হিসেবে কর্মরত। এ ঘটনায় সদর থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
আহত আজিজ জানায়, সোমবার বিকালে তার ফোনে একটি কল আসে কেবিনের জন্য। কিন্তু এ সময় তাকে বলে দেয়া হয় তার কাছে কোনো কেবিন নেই।
এর কিছুক্ষণ পরে অজ্ঞাত ২০-৩০ যুবক তাকে হামলা করে। এ সময় তার মাথায় প্রচণ্ড রক্তক্ষরণ হয়। পরে লঞ্চঘাটে দায়িত্বরত পুলিশ এসে তাকে উদ্ধার করে এবং হাসপাতালে পাঠায়। তবে হামলাকারীদের পরিচয় বলতে ব্যর্থ হয় আহত ব্যক্তি। পটুয়াখালী সদর থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মুক্ত প্রভাত/রাশিদুল