‘বিতর্কের প্রতিটি যুক্তি রোমাঞ্চকর’

0

এবি এস ফরহাদ, প্রতিনিধি

ছোটবেলা থেকেই বির্তকের প্রতি প্রবল ঝোঁক ছিল। কিন্তু ভাল কোন প্ল্যাটফর্ম ছিলনা। কলেজ পর্যায়ে টুকটাক বির্তক করলেও বিশ্ববিদ্যালয়ে এসে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক আসাদ আজিমের হাত ধরে বির্তকের সাথে যুক্ত হওয়া।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ধীরে ধীরে বিশ্ববিদ্যালয় গন্ডি পেরিয়ে টেলিভিশন ও জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করা শুরু হয়। ফলস্বরুপ তিনি পেয়েছেন- বিভিন্ন পুরষ্কার, হয়েছেন শ্রেষ্ঠ বির্তাকিক। সেই সুযোগ করে দিয়েছে কুমিল্লা ইউনির্ভাসিটি ডিবেটিং সোসাইটি।

এই বির্তাকিকের নাম ফারিদ মুস্তাকিম। জন্ম চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়। বর্তমানে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে অধ্যায়নরত। ২০১৪-১৫ শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার পর থেকে বির্তকের সাথে অতোপ্রতোভাবে সংযুক্ত হয়ে পড়েন তিনি। কুমিল্লা ইনির্ভাসিটি ডিবেটিং সোসাইটির সাথে জড়িত হন। বর্তমানে তিনি ডিবেটিং সোসাইটির ট্রেজারারের দায়িত্ব পালন করছেন। এছাড়া ডিবেটিং ক্লাব অব এনথ্রোপলজির আহ্বায়ক হিসাবে দায়িত্বে রয়েছেন।

একাডেমিক লো-পড়ার পাশাপাশি তিনি বিতর্ককে প্রাধান্য দিয়ে ইতিমধ্যে ১৫ টি জাতীয় পর্যায়ে অংশগ্রহসহ প্রায় ২৫টি বির্তক প্রতিযোগিতায় অংশ নেন। এপেক্স,বাংলাদেশ কর্তৃক আয়োজিত দেশব্যাপী ‘ন্যাশনাল চ্যাম্পিয়ন ‘ বির্তক প্রতিযোগীতায় শ্রেষ্ঠ বিতর্কিকের পুরষ্কার অর্জন করেন।

ডিইউডিএস এ্যাকশন এইড আয়োজিত জাতীয় বির্তকের আঞ্চলিক পর্যায়ে অংশগ্রহণ করেন। তাছাড়া দেশের ৫২ টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে বিডিএফ কতৃক আয়োজিত নিউজ২৪ টেলিভিশন বির্তক প্রতিযোগিতায় অংশ নেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের ৪টি আন্তঃবিভাগ ও ৩ টি আন্তঃব্যাচ বির্তক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একাধিকবার চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি নিজে একাধিকবার সেরা বিতর্কিক হওয়ার গৌরব অর্জন করেন।

বিতর্কের বিষয়ে ফারিদ বলেন-‘ছোটবেলা থেকেই বিতর্কের প্রতি প্রবল আগ্রহ থাকলেও নানা প্রতিবন্ধকতায় বিতর্ক শুরু করা হয়ে উঠেনি। কিন্তু বিশ্ববিদ্যালয়ে এসেই শুরু করি বিতর্ক চর্চা। পরিবারের পাশাপাশি সবচেয়ে বেশী অনুপ্রেরণা পাই প্রিয় শিক্ষক আসাদ আজিম স্যারের কাছ থেকে। এখন পর্যন্ত বিতর্কের প্রতিটি যুক্তি আমার কাছে রোমাঞ্চকর মনে হয়। যতদিন সুযোগ পাবো বিতর্কের সাথে থাকতে চাই।’

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.