পদ্মায় নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার
লালপুর (নাটোর) সংবাদদাতা
নাটোরের লালপুরে পদ্মা নদীর পাড়ে ঘুরতে গিয়ে নিখোঁজ হওয়া আশরাফ সিদ্দিকি আবির (১৪) নামের নবম শ্রেণীর ওই ছত্রের মৃত দেহটি উদ্ধার করেছে ডুবুরী দল।
মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুর ১২ টার দিকে সে নিখোঁজ হয় এবং প্রায় ৬ ঘন্টা উদ্ধার তৎপরতা চালিয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তার মৃত দেহটি উপজেলার গৌরীপুরে পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়। সে উপজেলার কুজিপুকুর গ্রামের আবুবক্কর সিদ্দিকের ছেলে এবং নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলো।
মুক্ত প্রভাত/রাশিদুল