লালমনিরহাটে ৭ জঙ্গি আটক
শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি
র্যাবের একটি অভিযানে ৭ জঙ্গিকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে লালমনিহাট জেলার কালিগঞ্জ ও পাটগ্রাম উপজেলায় পৃথক দু’টি অভিযানে দু’টি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ ওই জঙ্গিদের আটক করা হয়।
আটকরা হলেন- নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) আঞ্চলিক সমন্বয়কারী কালীগঞ্জ উপজেলার ভোটমারী আদর্শপাড় বটতলা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে হাসান আলী লাল (৩৯), একই উপজেলার নতুন ইকরাটারী গ্রামের আব্দুল জলিলের ছেলে কেন্দ্রীয় সুরা সদস্য আসমত আলী লাল্টু (২৭), চরবাড়ির মনসুর আলীর ছেলে সামরিক শাখার সক্রিয় সদস্য শাফিউল ইসলাম সাদ্দাম (২৪), ভোটমারী আদর্শপাড়া বটতলা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে আবু নাঈম মিস্টার (১৯), মনিরাবাদ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আলী হোসেন (২৫), পাটগ্রাম উপজেলার মির্জারকোর্ট এলাকার মজিবুর রহমানের ছেলে জামায়াতুল মোজাহেদীন (জেএমবি) সক্রিয় সদস্য তমিজুল ইসলাম (৩৯) ও একই উপজেলার জুম্মাপাড়া এলাকার গিয়াস উদ্দীনের ছেলে সুন্নাহ ইসলাম সুন্না (২২)।
আজ বুধবার (৩১ অক্টোবর) দুপুরে র্যাব-১৩ রংপুরের সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) আহসান হাবীব এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এসময় দু’টি বিদেশি পিস্তল, চার রাউন্ড পিস্তলের গুলি, বিস্ফোরক দ্রব্য, বোমা তৈরির উপকরণ, বিপুল জঙ্গিবাদী বই ও লিফলেট জব্দ করা হয়।
এদিকে র্যাবের আরেকটি দল পাটগ্রাম উপজেলার সাহেবডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে জেএমবির সক্রিয় দুই সদস্য তমিজুল ও সুন্নাকে কিছু জঙ্গি বইসহ আটক করা হয়।
আটককৃতরা লালমনিরহাটের বিভিন্ন এলাকায় নাশকতার পরিকল্পনা ও নতুন সদস্য সংগ্রহের পরিকল্পনা করছিল বলে তারা র্যাবের কাছে স্বীকার করেছেন।
মুক্ত প্রভাত/রাশিদুল