পুলিশী বাধায় বিএনপি’র সমাবেশ পন্ড, বরিশালে আটক ৫

0

মুক্ত অনলাইন ডেস্ক

আজ বুধবার কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর বিএনপি আয়োজিত মানববন্ধন কর্মসূচি পুলিশি বাঁধায় পণ্ড হয়ে গেছে।

এ সময় জেলা ছাত্রদল সভাপতিসহ ৫ জনকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। জানা গেছে, বুধবার সকাল ৯টা থেকেই বিএনপি নেতাকর্মীরা অশ্বিনী কুমার হলের সামনে আসতে থাকে। তার আগেই অশ্বিনী কুমার হল এবং বিএনপি কার্যালয় ঘেরাও করে রাখে বিপুল সংখ্যক পুলিশ। পুলিশের বেষ্টনী ভেদ করে নেতাকর্মীরা মানববন্ধনে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশ দফায় দফায় ধাওয়া করে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

বেলা ১০টার দিকে মজিবর রহমান সরওয়ারের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী মানববন্ধন স্থলে পৌঁছে মানববন্ধন করার চেষ্টা করলে পুলিশ জেলা ছাত্রদল সভাপতি মাহফুজুল আলম মিঠু, ছাত্রদল কর্মী ওবায়দুল ইসলাম শাওন, মোর্শেদ, নির্মুল হাসান প্রিন্স ও বাসিত হোসেন রিমনকে আটক করে। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মজিবর রহমান সরওয়ারের সভাপতিত্বে সংক্ষিপ্ত মানববন্ধনে বক্তব্য দেন- দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি বিলকিস জাহান শিরিন, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন, উত্তর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদ, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলার চেয়ারম্যান আব্দুস ছাত্তার খান প্রমুখ।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.