শেষ হলো আওয়ামী লীগ-ঐক্যফ্রন্ট নির্বাচনী সংলাপ
মুক্ত প্রভাত ডেস্ক.
অবশেষে গণভবনে শেষ হলো বাংলাদেশে ভবিষ্যৎ নির্বাচন নিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাথে নবগঠিত রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপটি।
ঢাকায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত প্রায় চার ঘণ্টাব্যাপী এই সংলাপের দিকে তাকিয়ে রয়েছে সারা দেশ। সংলাপের ফলাফল সম্পর্কে নেতারা কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখতে পারেন বলে জানাচ্ছেন গণভবনে উপস্থিত মুক্ত প্রভাতের নিজস্ব প্রতিবেদক।
বৃহস্পতিবার সন্ধ্যায় ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের ২১-সদস্যের এক প্রতিনিধি দল গণভবনে যান।
তার সাথে এই সংলাপে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির স্থায়ী কমিটির কিছু সদস্য ও শীর্ষস্থানীয় নেতা।
জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দলগুলোর নেতারাও এ সময় তাদের সাথে ছিলেন।
এই সংলাপে আওয়ামী লীগের ২১-সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের সভানেত্রী শেখ হাসিনা। তার সাথে ১৪-দলীয় জোট শরিক নেতারাও এই সংলাপে উপস্থিত ছিলেন।
এর আগে সংলাপের শুরুতে প্রধানমন্ত্রী হাসিনা প্রায় দশ বছর মেয়াদে তার সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন।
তিনি বলেন, “দেশের মানুষ ভালো আছে। তাদের ভাগ্যের পরিবর্তন ঘটছে।”
”দিনবদলের যে সূচনা করেছিলাম সেই দিন বদল হচ্ছে। এটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।”
গত ২৮শে অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সরকারের কাছে একটি চিঠিতে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তাদের সাত-দফা দাবি নিয়ে সরকারকে আলোচনা বসার প্রস্তাব করা হয়।
ঐ প্রস্তাবের ২৪ ঘণ্টার মধ্যে সংলাপে বসতে রাজী হওয়ার সরকারি সিদ্ধান্তে বিরোধীদলীয় নেতারা বিস্মিত হন।
তবে বাংলাদেশে গত প্রায় তিন দশক ধরে মীমাংসা আলোচনার মাধ্যমে রাজনৈতিক সঙ্কট সমাধানে যে সব চেষ্টা হয়েছে তাতে সাফল্যের নজির নেই বললেই চলে।
তত্বাবধায়ক সরকারের ইস্যুতে সৃষ্ট সঙ্কট নিরসনে ১৯৯৪ সালে জাতিসংঘ মহাসচিব মধ্যস্থতার জন্য তার একজন দূত পাঠিয়েছিলেন, কিন্তু তা সফল হয়নি।
দু’হাজার চার সালে তৎকালীন ক্ষমতাসীন বিএনপি এবং আওয়ামী লীগের মহাসচিব পর্যায়ের দীর্ঘ সংলাপেও কোনো লাভ হয়নি, যার জের ধরে ২০০৭ সালে সেনা-সমর্থিত একটি সরকার ক্ষমতা নিয়ে নেয়।
এরপর ২০১৪ সালের নির্বাচনে বিএনপি যাতে অংশ নেয়, তা নিশ্চিত করতে বিদেশীদের মধ্যস্থতায় মীমাংসার একাধিক চেষ্টাও ব্যর্থ হয়েছিল।
ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপিসহ চারটি দলের সমন্বয়ে নতুন রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট গত ১৩ই অক্টোবর আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।
মুক্ত প্রভাত/ কাওছার আহম্মেদ