ফুলছড়িতে চর কৃষি ও বাণিজ্য মেলার উদ্বোধন

0

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

‘সমৃদ্ধ চর, উন্নত দেশ’ এই শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধার ফুলছড়িতে তিন দিনব্যাপী চর কৃষি ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে।

চরাঞ্চলের বাজার ব্যবস্থার টেকসই উন্নয়নের মাধ্যমে দরিদ্র চরবাসীর জীবিকার সাথে সম্পৃক্ত খাতগুলোর বিকাশ, উৎপাদন, মুনাফা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষে গাইবান্ধা জেলা তথা বাংলাদেশে এই প্রথম ‘চর কৃষি ও বাণিজ্য মেলার’ প্রথম দিনেই ফুলছড়ি ও সাঘাটা উপজেলার চরাঞ্চলে বসবাসকারী নারী পুরুষদের পদচারণায় মেলাটি উৎসবমূখর হয়ে উঠে।

মেকিং মার্কেটস্ ওয়ার্ক ফর দি যমুনা, পদ্মা এন্ড তিস্তা চরস্ (এমফোরসি) প্রকল্পের সার্বিক সহযোগিতায় সুইস এজেন্সী ফর ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেশন (এসডিসি) এবং বাংলাদেশ সরকারের এলজিইডি মন্ত্রণালয়ের যৌথ অর্থায়নে এসকেএস ফাউ-েশন, চর ডেভেলপমেন্ট রিসার্স সেন্টার (সিডিআরসি) পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া এবং ফুলস্টপ সলিউশনস লিমিটেডের যৌথ আয়োজনে গতকাল শুক্রবার ফুলছড়ি সরকারি কলেজ মাঠে তিন দিনব্যাপী চর কৃষি ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়।

মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। এসকেএস ফাউ-েশনের নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ার ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. এম এ মতিন, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়, এমফোরসি প্রকল্পের পরিচালক ড. মো. আব্দুর রশিদ, সুইসকন্ট্যাক্ট এমফোরসি প্রকল্পের গভর্নমেন্ট রিলেশনস্ উপদেষ্টা সুভাষ চন্দ্র রায়, ফুলছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ আহসান হাবীব মন্ডল প্রমুখ।

মেলার উদ্বোধন শেষে প্রধান অতিথি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া ও অতিথিবৃন্দ মেলায় স্থাপিত স্টল সমূহ ঘুরে দেখেন এবং আগতদের সাথে কথা বলেন। আয়োজকরা জানান, মেলা প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্ব সাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

তিন দিনব্যাপী এ মেলায় ৪০টি স্টলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর, কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান, মোবাইল ব্যাংকিং, কসমেটিক্স, মোটর সাইকেল কোম্পানী, মৌসুমী কৃষিঋণ প্রদানকারী সংস্থা এবং গণমাধ্যমসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ অংশগ্রহন করছে।

এ মেলার মাধ্যমে চরাঞ্চল থেকে আগত কৃষক-কৃষাণীরা যেমন উন্নত কৃষি প্রযুক্তি ও বাজার ব্যবস্থাপনা সম্পর্কে অবগত হবেন যা তাদের কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধিতে কাজে আসবে তেমনি অংশগ্রহনকারী প্রতিষ্ঠানগুলো চরাঞ্চলের কৃষকদের কাছে নিজেদের পরিচিতি লাভের পাশাপাশি ব্যবসায়িক পরিধি বৃদ্ধি করার সুযোগ পাবে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.