আদিতমারীতে ভুয়া ডিবি পুলিশ দুই আটক
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় দুই আনসার সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে আসছিল। এঘটনায় ওই দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে নিজেদের ডিবি পুলিশের পরিচয় দিয়ে প্রতারণা করছিলেন। আটককৃতরা হলেন, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের কাজিরহাট এলাকার সোহরাব হোসেনের ছেলে সাবেক আনসার সদস্য মনিরুজ্জামান (৩২) ও তার বন্ধু একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে সোহেল রানা (৩৩)।
পুলিশ সূত্রে জানাযায়- আদিতমারী উপজেলা সদরে বৃহস্পতিবার সন্ধ্যায় স্বর্নামতি ব্রিজ এলাকায় যানবাহনের কাগজপত্র যাচাই বাচাই করতে অভিযান চালায় ট্রাফিক পুলিশের একটি দল। এ সময় হেলমেটবিহীন মনিরুজ্জামান নামে এক মোটরসাইকেল আরোহীকে থামিয়ে কাগজপত্র ও হেলমেট নাই কেন জানতে চাইলে মনিরুজ্জামান নিজেকে ডিবি পুলিশ পরিচয় দেন। মোটরসাইকেলের আরোহী তার বন্ধু সোহেল রানাও তাতে সম্মতি দেন।
বিষয়টি সন্দেহ হলে ট্রাফিক পুলিশের সদস্যরা তাদের থানায় নিয়ে যান। পরে তারা তাদের প্রকৃত পরিচয় দিয়ে মনিরুজ্জামান নিজেকে আনসার সদস্য পরিচয় দিলেও পুলিশ নিশ্চিত হন মনিরুজ্জামান সাবেক আনসার সদস্য।
আদিতমারী থানার পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা ঘটনার সত্যতা নিচ্ছিত করে জানান, শুক্রবার ভুয়া পরিচয়ে প্রতারণার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
মুক্ত প্রভাত/রাশিদুল