লালমনিরহাটে ভারতীয় রুপিসহ ব্যবসায়ী আটক

0

শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে ১৪ লাখ ভারতীয় রুপিসহ আবু সালেহ (৪২) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। শুক্রবার দিবগত রাতে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা সড়ক সেতুর টোলপ্লাজা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক ব্যবসায়ী আবু সালেহ রাজধানী ঢাকার ফার্মগেট তেঁজকুনিপাড়া ১৬৩/৬ এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে। তার তৈরি পোশাক ব্যবসা রয়েছে বলে পুলিশকে জানিয়েছেন।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস তিস্তা সড়ক সেতু টোলপ্লাজায় আটক করে তল্লাশি চালায় সদর থানা পুলিশ।

এসময় আবু সালেহের শরীরে ও ট্রাভেল ব্যাগ থেকে ১৪ লাখ ৬৮ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞসাবাদ শেষে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.