‘আলোচনা চলছে, আবার আন্দোলন কিসের
মুক্ত অনলাইন ডেস্ক
‘আলোচনা চলছে, তখন আবার দেখলাম আন্দোলনের কর্মসূচিও তারা দেয়। একদিকে আলোচনা করবে আবার আরেকদিকে আন্দোলনের কর্মসূচি দেওয়া, এটা কী ধরনের সংলাপ? সেটা আমাদের কাছে বোধগম্য না। জানি না, দেশবাসী এটা কীভাবে নেবে?’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত জেলহত্যা দিবসের আলোচনায় এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু হোক, আমরা সেটাই চাই। নির্বাচন সামনে রেখে যখন ঐক্যফ্রন্ট চিঠি দিল আমাদের সঙ্গে দেখা করতে, তখন আমি সঙ্গে সঙ্গে স্বাগত জানালাম। অনেক ব্যস্ততার মাঝেও যারাই দেখা করতে চাচ্ছে, আমরা করছি।
ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্ট-দুটো গ্রুপের সঙ্গে আমাদের মিটিং হয়ে গেছে। এরপর আরও সবার সঙ্গে আমরা করব। তিনি বলেন, ‘যারা আলাপ করতে চেয়েছে, সংলাপ করতে চেয়েছে, আমরা করেছি। একটা সুন্দর পরিবেশে আলোচনা হয়েছে।
তারা যে সমস্ত দাবি-দাওয়া দিয়েছে, যে সব দাবি-দাওয়া আমাদের পক্ষে করা সম্ভব, আমরা বলেছি সেটা করব।’-সূত্র ইত্তেফাক
মুক্ত প্রভাত/রাশিদুল