ট্রাকের ধাক্কায় রাজশাহীতে ঝড়লো দুই প্রাণ
মুক্ত অনলাইন ডেস্ক
পুঠিয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ রোববার সকাল আটটার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুর হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— জেলার বিমানবন্দর থানার জেকের আলীর ছেলে ইমন আলী (২৪) ও একই থানাধীন তকিপুর এলাকার নজরুল ইসলামের ছেলে সুজন ইসলাম (২৬)।
পুলিশ জানিয়েছে, মালবোঝাই ট্রাকটি রাজশাহী-ঢাকা মহাসড়কের তারাপুর নামক স্থানে মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ইমন আলী নিহত হন। মুমূর্ষু অবস্থায় সুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে দায়িত্বরত চিকিত্সক তাকেও মৃত ঘোষণা করেন।
মুক্ত প্রভাত/রাশিদুল