উত্যক্তের প্রতিবাদ করায় ছুরিকাঘাত
মুক্ত অনলাইন ডেস্ক
উত্যক্তের প্রতিবাদ করায় তাঁর ভাইকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার ঘটনা ঘটেছে। শনিবার রাত ১২টার দিকে রাজধানীর শ্যামপুরে পশ্চিম জুরাইন মাজারগেট এলাকায় এ ঘটনা ঘটে। আহতের নাম শেখ ইসলাম পাবেল (২২)। তিনি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কেশবপুর গ্রামের মনির হোসেনের ছেলে।
পাবেলের বন্ধু বিলাল হোসেন জানান, জুরাইন মাজারগেট এলাকায় নিজেদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় তুহিন-শাহিন নামে দুই যুবক পাবেলের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। ঢামেক সূত্রে জানা গেছে, পাবেলকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অস্ত্রোপচার চলছে।
এ ব্যাপারে শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আহত পাবেলের বোনকে বিরক্ত করতো তুহিন ও শাহিন।
পাবেল ঘটনার প্রতিবাদ করায় ওই দুইজন মিলে পাবেলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাদের আটকের চেষ্টা করছে পুলিশ।-সূত্র কালের কন্ঠ