আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

0

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১১ টার দিকে মুন্সিগঞ্জের গেবিন্দপুর বালুর গর্তের কাছে এ দুর্ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা রেল পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত যুবকের পরনে জিন্স প্যান্ট ও ছাই রংয়ের শার্ট রয়েছে।

রেল পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে মাঠে কাজ করা কৃষকরা মুন্সিগঞ্জের গেবিন্দপুর বালুর গর্তের কাছে ট্রেনে কাটা পড়া এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে চুয়াডাঙ্গা রেল পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে রেল পুলিশ বেলা ১২ টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে সকালের দিকে চলাচল করা যে কোন ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.