বন্দুকযুদ্ধে বগুড়ায় নিহত জেএমবি নেতা
মুক্ত অনলাইন ডেস্ক
‘বন্দুকযুদ্ধে’ পুরাতন জেএমবির বাংলাদেশ শাখার আমির খোরশেদ আলম ওরফে সামিল (৩৮) নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।
সোমবার রাত দেড়টার দিকে বগুড়ার শিবগঞ্জের পিরবের তাতি পুকুর এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী এ খবর নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, নিহত খোরশেদ আলম জামালপুরের সরিষাবাড়ীর বোনারপাড়ার আব্দুল খালেকের ছেলে।
তিনি সাংগঠনিকভাবে মাস্টার সামিল নামে পরিচিত ছিলেন। সনাতন চক্রবর্তী আরো জানান, সোমবার রাতে উপজেলার পিরবের ভাতিপুকুর এলাকায় টহল পুলিশের ওপর একদল দুষ্কৃতিকারী হামলা চালায়। পুলিশ পাল্টা গুলি চালায়।
এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থলে এক যুবককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়া হয়।
কিন্তু পথিমধ্যে রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয় বলে শজিমেকের জরুরি বিভাগে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, ওয়ান শুটারগান, তিন রাউন্ড গুলি, বার্মিজ চাকু ও চাপাতি জব্দ করা হয় বলে জানিয়েছ পুলিশ।
মুক্ত প্রভাত/রাশিদুল