জিম্বাবুয়ের কাছে অসহায় আত্মসমর্পণ…
মুক্ত অনলাইন ডেস্ক
২০১৩ সালের পর বাংলাদেশের বিপক্ষে কোনো ফরম্যাটে ম্যাচ জিততে পারেনি জিম্বাবুয়ে। পাঁচ বছর পর তারা সেই অপেক্ষার অবসান ঘটল।
সিলেটের ভেন্যুতে প্রথমবারের মতো অনুষ্ঠিত টেস্ট ম্যাচে জিম্বাবুয়ের কাছে বাংলাদেশ হেরেছে ১৫১ রানে।
প্রথম ইনিংসে জিম্বাবুয়ে করে ২৮২ রান। জবাবে বাংলাদেশ মাত্র ১৪৩ রানে অলআউট হয়ে যায়। তাই ১৩৯ রানের লিড পায় সফরকারীরা।
সেই লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে জিম্বাবুয়ে করে ১৮১ রান। এতে বাংলাদেশের সামনে জয়ের জন্য ৩২১ রানের লক্ষ্য নির্ধারিত হয়। সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে ১৬৯ রানে অলআউট হয় বাংলাদেশ।-সূত্র ইত্তেফাক
মুক্ত প্রভাত/রাশিদুল