মহিষ কেড়ে নিল শ্রমিকের প্রাণ

0

মুক্ত অনলাইন ডেস্ক

মহিষের শিংয়ের আঘাতে মো. হানিফ বেপারী (৫০) নামে স-মিল শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মঠবাড়িয়া উপজেলার তেঁতুলতলা গ্রাম্যবাজার সংলগ্ন একটি স-মিলের কাছে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিক হানিফ উপজেলার দধিভাঙা গ্রামের আব্দুল হালিম বেপারীর ছেলে।

জানা গেছে, মঙ্গলবার সকালে শ্রমিক হানিফ বেপারী স্থানীয় তেঁতুলতলা বাজারের একটি স- মিলের পাশে স্তুপ করা গাছের গুড়ি মাপতে যান। এসময় খালপাড়ে স্থানী কৃষক সাইফুল ইসলাম সফলের বেঁধে রাখা একটি মহিষ ছুটে এসে অতর্কিত হানিফের ওপর হামলা চালায়।

এতে তিনি ঘটনাস্থলে নিহত হন। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ শওকত আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.