মিঠাপুকুরে আটক জামায়াতের ৬ নেতা
মুক্ত অনলাইন ডেস্ক
জামায়াতের ৬ নেতাকর্মীকে মিঠাপুকুরে নাশকতার চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোর রাতে তাদের গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
তারা হলেন- উপজেলার খোড়াগাছ ইউনিয়নের খোড়াগাছ পূর্ব পাড়া গ্রামের আনিছুল হক (৫০), জারুল্লাপুর ঘোনারপাড়া গ্রামের রওশন আলী (৫০), আবুল কালাম আজাদ (৫০), জারুল্লাপুর ঝোলম পাড়া গ্রামের আবদুল মতিন (৫০), খোড়াগাছ পশ্চিমপাড়া গ্রামের আবদুল হামি (৩৫) ও পীরগাছা উপজেলার মহিষমুরী গ্রামের মোত্তালেব হোসেন (৪৮)। তারা সবাই জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে জড়িত বলে পুলিশ জানিয়েছে।
মিঠাপুকুর থানার ওসি আশিকুর রহমান বলেন, তারা মঙ্গলবার ভোরে ঢাকা-রংপুর মহাসড়কের ধারে পায়রাবন্দ ইউনিয়নের জয়রামপুর আনোয়ার ঈদগাহ মাঠে যানবাহনে নাশকতার জন্য গোপন বৈঠক করছিলেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের গ্রেফতার করে। ওই জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধীক মামলা রয়েছে।
মুক্ত প্রভাত/রাশিদুল