এক বাড়ি থেকে ৮ গরু চুরি
মুক্ত অনলাইন ডেস্ক
গোয়াল ঘরের তালা ভেঙ্গে এক পরিবারের ৮টি গরু চুরি করা হয়েছে। সোমবার গভীর রাতে পঞ্চগড়ের বোদা উপজেলার সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই গ্রামের অবসর প্রাপ্ত শিক্ষক হাবিবুল্লাহর গোয়াল ঘরের তালা ভেঙ্গে চোরেরা ৮টি বিভিন্ন সাইজের গরু চুরি করে নিয়ে যায়।
খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বোদা থানার ওসি (তদন্ত) আবু সায়েম মিয়া এক পরিবারের ৮টি গরু চুরি হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চোর আটকের চেষ্টা চলছে।
মুক্ত অনলাইন ডেস্ক