ওষুধ রফতানিতে প্রবৃদ্ধি বেড়েছে ১৬ শতাংশ

0

মুক্ত অনলাইন ডেস্ক

একটা সময় ছিল যখন অনেক কিছুই আমদানি করতে হতো। এমনকি কৃষি পন্যও। সেই দিনের বদল ঘটেছে। বর্তমান সরকারের কল্যাণে আমদানি নির্ভর বাংলাদেশ এখন রফতানিতে বহিরবিশ্বে একটা জায়গা করে নিচ্ছে।

চিংড়ি, পাটসহ বিভিন্ন পন্য রফতানির পাশাপাশি এখন ওষুধ রপ্তানি করছে বাংলাদেশ। আর এই ওষুধ রফতারি করে আয়ের প্রবৃদ্ধি বেড়েছে ১৬ শতাংশ। এই রফতানি বাংলাদেশের রপ্তানি ক্ষেত্রে এক অনন্য অর্জন।

একসময় ওষুধ আমদানি করা বাংলাদেশ এখন সরকারের সরাসরি প্রচেষ্টার ফলসরূপ বাংলাদেশ ওষুধ উৎপাদন এবং রপ্তানিতে বিশ্বে উল্লেখ্যযোগ্য স্থান দখল করে নিচ্ছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে- রপ্তানি আয়ের উদীয়মান খাত ওষুধ শিল্প। সরকারের আন্তরিকতায় এবং পৃষ্ঠপোষকতায় এ শিল্প দিন দিন প্রসার হচ্ছে। যা রপ্তানি আয়ে ভূমিকা রাখছে।

২০১৭-১৮ অর্থবছরে ওষুধ থেকে রপ্তানি আয় হয়েছে ১০ কোটি ৩৪ লাখ ৬০ হাজার ডলার। এটি আগের বছরের চেয়ে ১৬ দশমিক ০৩ শতাংশ বেশি। টাকার পরিমাণ দাঁড়ায় এক কোটি ৪২ লাখ ডলার। ২০১৬-১৭ অর্থবছরে আয় হয়েছিলো আট কোটি ৯১ লাখ ডলার।

২০১৭-১৮ অর্থবছরে ওষুধ খাতে রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল ১০ কোটি মার্কিন ডলার। তবে আয় হয়েছে ১০ কোটি ৩৪ লাখ ৬০ হাজার ডলার। এটি মোট লক্ষ্যমাত্রার চেয়ে ৩ দশমিক ৪৬ শতাংশ। আয় বেশি হয়েছে ৩৪ লাখ ৬০ হাজার ডলার।

সংশ্লিষ্টরা বলছেন, উদীয়মান শিল্পখাত হিসাবে ওষুধ রপ্তানিতে ছাড় দিচ্ছে সরকার। ওষুধ তৈরির কাঁচামাল আমদানি বড় ধরনের শুল্ক ছাড় দেয়া হচ্ছে। আবার রপ্তানিতেও দেয়া হচ্ছে ভ্যাট ছাড়। ফলে ক্রমেই বাড়ছে ওষুধ রপ্তানি আয়।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৫ সালের জুলাই থেকে ২০১৬ সালের জুলাই পর্যন্ত ওষুধ রপ্তানি হয়েছে ৮৩৬ কোটি ৮২ লাখ টাকার। এর মধ্যে বেক্সিমকো ফার্মা ১৫৭ কোটি ৫৬ লাখ, ইনসেপ্টা ফার্মা ৮৬ কোটি ৬০ লাখ ও স্কয়ার ফার্মা ৭৬ কোটি ৫৬ লাখ টাকার ওষুধ রপ্তানি করেছে।

জানা গেছে, বাংলাদেশের ওষুধ এশিয়া মহাদেশের ৩৭, দক্ষিণ আমেরিকার ২১, আফ্রিকা মহাদেশের ৩৪, উত্তর আমেরিকার চার, ইউরোপের ২৬ ও অস্ট্রেলিয়া মহাদেশের পাঁচটি দেশে নিয়মিত রপ্তানি হচ্ছে। ওষুধ শিল্পের এই ব্যাপক বিকাশে এক দিকে দেশে আসছে প্রচুর বৈদেশিক মুদ্রা আর দেশেও তৈরি হচ্ছে ব্যাপক পরিমাণে কর্মসংস্থান।

এই শিল্প যাতে আরো অনেক দূর এগিয়ে যায় সে লক্ষ্যে সরকার এর পক্ষ থেকে আরো নগদ সহায়তাসহ বিভিন্ন ধরণের প্রণোদনা দেয়া হচ্ছে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.