বিদ্যুৎস্পৃষ্টে পঞ্চগড়ে শ্রমেকর মৃত্যু
মুক্ত অনলাইন ডেস্ক
একটি বৈদ্যুতিক পোল উৎপাদন কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাহেরুল ইসলাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে পঞ্চগড়ের বিএন্ডটি নামের কারখানার অভ্যন্তরীণ বিদ্যুতের খুটিতে হাত দিলে তার মৃত্যু হয়।
তাহেরুল সদর উপজেলার টুনিরহাট বন্দরপাড়া গ্রামের মখলেছার রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক খুটির তারে হাত লাগালে সেখানেই দাঁড়িয়ে ছিল তাহেরুল। পরে শ্রমিকরা বিদ্যুতের মূল সংযোগ বিচ্ছিন্ন করে। এরপর তিনি পড়ে যান।
দ্রুত তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। কারখানার নির্বাহী পরিচালক তৌফিক হাসান জানান, এটা অনাকাঙ্খিত ঘটনা। শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে আমরা নানা উদ্যোগ নিয়েছি।
মুক্ত প্রভাত/রাশিদুল